সঞ্জয় দাস
এমন করেই কেটে যাবে দিন
এমন করে জীবন হবে বোনা
রোজনামচা ভালোবাসা বিহীন
এখন শুধু শেষের কদিন গোনা
.
চড়ার মত নেইতো কোনো পাহাড়
ভাসার মত কোথায় পাবো নদী
ফুলের মত নেইতো আমার বাহার
জ্বালার মতো সামান্য এই প্রদীপ
.
দিনগুলোতে নেইতো কোন ছড়া
রাতগুলিতে অপেক্ষা নেই কোনও
জীবনটুকু অঞ্জলিতে ভরা
ঘুম ভাঙিয়ে কেউ বলেনা ‘শোনো’।
.
কবিতাদের সবাই দিলো ছুটি
সবিতাদের দিলো ছোটার কাজ
পাওয়ার মধ্যে দুএকখানা রুটি
বলার মধ্যে জোকারের এই সাজ।
.
আন্তিগোনে ফোটাবে কোন ফুল
বুকের ভিতর ইতিহাসের পাথর
ছন্দ ভেঙে কে পড়বে নির্ভুল
সান্ধ্য ভাষায় সাজিয়ে দিলাম আখর।
ছন্দের হাত বেশ ভালো। ভালো লাগলো লেখা