বিশ্বজিৎ বাউনা

জলের দুঃখ নেই, এই ভেবে তোমার কাছে যাই।
প্রবাহের কাছে উটের মতো বসে থাকি নিশ্চুপ।
শিরায় বালি ঝরে… দূরে রাখি কাঁচের রোশনাই
আড়ালে করতলে লিখে রাখি পোড়া পাতার রূপ।

.

সখ্যের এই বিনয় পাঁজরের নীচে রাখে ক্ষার,
একতরফা গড়িয়ে যাই ম্লান; ভবঘুরে মাঠে।
তোমার চোখ এড়িয়ে যায় প্রেমিকের ছারখার,
মৃত অগ্নির ছাই লেগে থাকে সে অক্ষরের কাঠে।

.

ভাঙা মেঘের প্রকোপে একা ভিজি খুব অনাবিল
দূরের প্রত্যাহার ছুঁয়ে সম্মুখে রাখি বৃথা খেদ।
চিরদিন অধরা তুমি, চিরদিন তুমি স্বপ্নিল….
চোখে উড়ে এসে ঠোক্কর দেয় আমাদের প্রভেদ।

.

বিকশিত মন্তাজে ভ্রমের আয়ুষ্কাল নিরন্তর
হত্যা নিবিড় মোহে আততায়ী করে রাখে প্রহর।

1 thought on “প্রহরের আয়ু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *