অর্ণব সামন্ত
একদিন ছিল খরস্রোতা , সুনাব্য
ষাঁড়াষাড়ির কোটালে প্লাবিত করেছে সমস্ত সংসার
মিটিয়েছে প্রিয়জন ক্ষুধা , বেড়েছে সাত ব্যঞ্জন
গেরস্থালিতে মোহমুগ্ধ ভাবব্যঞ্জনায়
আজ হে ঝড়ের পাখিনি গোধুলির লগ্নে
বেহালার ছড়ে সুর তুলে লন্ডভন্ড খন্ড করে দিচ্ছ
যত মেঘ যত স্রোত যত স্বরবিতান
মজে যাওয়া নদীটির অন্তঃস্থলে ফল্গুস্রোতও নেই
‘ নাব্যতা ‘ শব্দটি হারিয়েছে অভিধান থেকে , শুধু কালো দিগন্তরেখা
পাখিনি যখন তখন উড়ে যেতে পারে
নীলকন্ঠ হয়ে অচেনা কৈলাসে , অজানা আকাশে ।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine