বিজনকুমার সেনগুপ্ত

শীত আমেজ আমার চিলেকোঠার আরাম  বোধ সহ সামনের  পথে ।
পথের  ধারের ধান  মাঠ ,তার আলে ঝুঁকে পড়া বাবলা গাছ বিকেলের রোদ মেখে ।
রাঙামাটির পথে  বিকেলের রোদ একটু শান্ত শান্ত , যেন অলস  শেষ বিকেলে  বিষন্ন  পায়ে পায়ে।
সন্ধ্যা নামার পর শীত এক অপরূপ সৌন্দর্য নিয়ে একাকী  মাঠ  জুড়ে ছড়িয়ে ।
নদীর ভাঙা চোরা পথে ,ধূ ধূ বালির  উপরে শারীরিক শীত  শিশির ভেজা   যেন  মনের প্রেমিকা  বেহিসাবী আবেগে ।
নির্জন পথের আড়াল থেকে দূরে শোনা যাচ্ছে  এক আশ্চর্য লাস্যময়ী নুপুর ,যেন  পথ চলার আনন্দে ।
চুলের  খোলা আকাশের  গায়ে অনেক তারার আলো  , কে যেন এক নস্টালজিক  শঙ্খ চিল হয়ে বসে।
আমার চেতনার ভিতরে যে  শিশির ভেজা  এক শীত সে কথা বলে, এ মাঠে মাঠে, পথে পথে শিউলির নিঃশব্দ সই হয়ে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *