বিধানেন্দু পুরকাইত
ফুলের দুটো সাদা পাপড়ি
গুঁজেছ মাথায় – পিঠে আঁচল উড়িয়ে
চশমায় রূপসী গরল যত মাখো
তবুও কবিতা হলে না তুমি নারী।
.
তোমাকে বাঁধতে চেয়েছি প্রেমে আরও
অথচ নিকট থেকে দূরে
তোমার আঙুলে দেখি কাশফুল
বেসুরের আগুনে পোড়ে
কবিতা সঞ্চারী।
.
সাদামাটা চোখে কম্পন অনুভব হলে
পাহাড়ী নদীর ন্যায় ঝর্ণার আদলে
দোল ওঠে বনে বনে
পাতার নির্জনে ঘোমটার আবছায়া
কবিতা তখন যেন
বৃক্ষের পাতায় থরহরি।