অরুণ পাঠক

পড়ে আছে পরাজয় মৃত্যুলগ্ন হাসিগুলো সব

শুধু তো শরীর জ্ঞানে যত সব অস্ত্র ছিল গড়া।

#

সংখ্যা হারিয়ে গেলে দখল সম্ভব জীবনের—

রাবণের রাম লিখে স্তব্ধতা চিনিয়ে দেয়া ছাড়া?

#

সংকেত পেরিয়ে এসে স্থলভাগ বিভক্ত দুভাগে

শাসিত মানেই তুমি পরাজিত দেশে বা বিদেশে।

#

আমার সম্রাট আমি পৃথিবী কখনও রাজি হবে?

রাজার স্বভাব ধরা মানুষের মনের পাখিটি ।

#

জ্ঞানে থাকো, অজ্ঞানের বিভুঁই বাতাস ছুঁয়ে যাবে

নিজেকেই বলি আর স্পর্ধা রাখি অস্পষ্ট হবার।

#

সংখ্যায় নেভানো বাতি আকাশ উপচে পড়া তারা

মনোবিকারের পথে নেমেছে মানুষ, চেতনারা। 

#

মৃত শৃগালের চোখে যদি কিছু বুদ্ধি লেগে থাকে

তা হয়তো তুলে নেবে পরবর্তী প্রাণ ও পৃথিবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *