সহেলি বন্দ্যোপাধ্যায়
বহুযুগের ওপারে
তুমি যখন …
কিশোরীর চোখে
মায়াময় কাজল
মেঠো পথ …. ভারী বাতাস …. সুঘ্রাণ
একান্তে , আপন
বলবো বলবো করে কিছুই বলা হয় নি তখন
.
তারপর সেইদিন
ঝোড়ো আকাশ, কালো মেঘ
তুমি এলে …
বৃষ্টি এলো গাছের শাখায়
সঙ্গী এলো ঝড়ও
হাইওয়ে সব এলোমেলো
“দেখা না দেখায় মেশা হে
হে বিদ্যুৎলতা”
গাড়ি থামবার উপায় নেই
রাস্তা যেন নদী
দোলা না দোলায় চরম দোটানা
নৌকার মতো …
পাশের খাদ গভীর দুর্গম
চরম নাস্তিকের ঈশ্বরই ভরসা
.
বৃষ্টি তোমাকে কিছু বলার ছিল ..
তখনও …
.
আরো একটা বৃষ্টিভেজা রাত ……
.
যেদিন অরণ্য গহনে উঠেছিল ঝড়
সার সার লোক দাঁড়িয়ে …
ভিজছিল….
ফাঁকা উঠোন …
সামনের রোযাকে ছোট পিসির নিথর দেহ
অসুখের যন্ত্রণায় আত্মহত্যা
.
সেদিনও বৃষ্টি কত কথা ছিল বলার
মনে হচ্ছিলো বলি
ঈশ্বর বিশ্বাসী ছোটোপিসির
এ কোন ঈশ্বর ??
ধংসাত্মক ?
বলতে যদি পারতাম ..
বলবো বলবো করে কিছুই বলা হয় নি তখনও ||
টুকরো টুকরো ছবির কোলাজ। সাবলীল সুন্দর লেখা।
অসংখ্য ধন্যবাদ জানাই