পুলক রায়

জলশরীর নিয়ে শুয়ে আছে যে প্রগলভ নদী

তার নাভিকুণ্ডলের অন্ধকারে কলম ডুবিয়ে

দু- ধারের মানুষের হাসি- কান্নার ছবি

কেন আঁকলে না কবি ?

জীবন তো একবার , একবারই তোমার- আমার 

চারদিকে অশনিসংকেত, এই তো সঠিক সময়

পথে নামার। 

সুললিত ছন্দের দিন আজ নয়

জ্যোৎস্নার মায়াবী আলোয় সংগুপ্ত আগামী প্রলয়,

ভাবের ঘরে আর নয় কোনও ফাঁকি

শব্দবন্ধ হোক আগুনের পাখি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *