সুশান্ত সেন
নরম মেঘের ছায়া সরিয়ে
ভোর পরিষ্কার করেছি
তুমি বকুল ফুল হয়ে ঝরে আছ
বিছানায়।
অশ্ব – ক্ষুর ঝাপটানো’তে
বেজে উঠছে বেদনা।
.
পৃথিবী উদোম হয়ে পড়ে আছে।
.
চোখ মেলে দেখবো —
প্রথম কদম ফুল,
নরম মেঘের ছায়া সরিয়ে
ভোর পরিষ্কার করেছি।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
