শিশির আজম
আমাদের দেশে কখনও তুষার পড়ে না তুমি জানো
আমাদের তুষার নেই
সত্যি কি তুমি জানো আমাদের দেশে তুষার পড়ে না
এতো এতো আগ্নেয়গিরি
জ্বলন্ত সূর্য
অন্ধকার হ্রদের মাছ
আর জয়নুলের বিশাল ল্যান্ডস্কেপ জুড়ে আকাশ নদী ধানক্ষেত
আর কিউবিক মেয়েদের দুপুর
আর ছোঁপ ছোঁপ রক্তে দুপুরের সেজে ওঠা
বলো আমাদের তুষার নেই
তুষার নেই