অণুশ্রী তরফদার

রাতগুলো কেড়ে নিচ্ছে অজানা গল্প সৈকত 

সংকেত দিলেও আবছা, বে-নাগাল

গুছিয়ে নিতে মেমোরিতে টোকা দিলে

একের পিঠে অন‍্যের মাথা

লেজ দেখতে হন‍্যি হয়ে- এপাশ আর ওপাশ

মাথাটা হারিয়ে যায় 

মাছের ঝোলে মাথা কাটা, অন‍্য রঙে

গল্পেরা টুকরো হয়ে সবজির সাথে

জোড়া লাগানোর তরকিব!!

জানিনা তো!

মায়েরা বলেন- এতো জেদ? মেয়েদের ওসব চলে না

টুকরো নিয়ে পাত খুশি, পাত কুড়োতে অনেক কাঁটা

জীবন আর পাত কুড়োনো…., শিল্পীর মননে নাগরদোলা 

ছবিতে ফেলতে পারো, গল্পে বা কাঁথাতেও মাছ ভালো 

জাল ফেললে সব জলে

কাঁথা শীত কমায়, কাহিনী ঝড় তোলে

প্রয়োজন আর শিল্পে নীরব বিপ্লব 

ক‍্যাটওয়াক বিজ্ঞাপন ও ব‍্যাবসা

টুকরো কথা বসছে অগোছালো, এখন ভোর

কলমে শিল্প, কালিতে ফসল

কলমবাজের পায়চারি…, সকাল চোখ মেলে

তবুও অন্ধকার!! শব্দেরা আঁতুড়ে ওম নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *