আসরাফ আলী সেখ
মেঘেদের ব্যবসায়িরা
এখন নোঙর করছে আমাদের চাঁদে
ওদের
ওপনিবেশ এখন রোবর্ট ভিশন
ওদের
কিনে বারুদের ধোঁয়ায় পাথরের রঙ করে ফিরিয়ে দেয় আমাদের কোলে
টুকরো টুকরো করে
.
ফুটন্ত গলির আগুন উপহার নিয়ে ফিরে গেছে
একটা বাতাস তাকে ছুঁতে পেরেছে এমন একটা দিনের চাঁদ
হৃদয়ে নিয়ে তার জোছনা ফুটিয়ে তোলে
.
অথচ
বাইরে বেরিয়ে সে পুড়িয়ে দেয় ফুলের বাগান
একটা শান্ত রিসোর্ট
.
আমার
দেওয়ালে ওর নাম লিখে রাখি সাজিয়ে রাখি জ্ঞানের টেবিলে
আর
রিসোর্ট ও বাগানের জন্য হাততুলি উপরে
হাত দুটো সেতুর কাজ করলে নেমে আসে
বাতাস
মাটি
জল
প্রাণ
.
আসলে কবিতারা ঘুরে বেড়ায় রাস্তায়
গলিতে
বস্তিতে
ত্রাণ শিবিরে
.
আমার
জানা নেই যে ওরাও
আরও একটা
সাঁজোয়া যানের দর্শক হবে