হরিৎ বন্দ্যোপাধ্যায়
জানলা দিয়ে যত রোদ ঘরের মেঝেয়
এসে পড়ে তাকে মেখে ফুল খেলা যায়
সারা দিনরাত। তোমার সকাল ঐশ্বর্যের
এক অন্যভুবন। ঠিক ঠিক যোগাযোগ
হয়নি বলে তুমি জানলা খুলে মাঠে
এসে দাঁড়াতে পারোনি। অথচ কত কত
সমীকরণ তোমার হাতে। সমীকরণের
মধ্যে যে পরিমাণ স্বাভাবিক রুক্ষতা
থাকে তা তোমার হাতের যাদুতে খুলে
গেছে মধ্যরাতে। তুমি গলা কাঁপিয়েছো,
হাত বাড়িয়েছো সামনে পিছনে সকল
পৃথিবীতে। তবুও একদিক থেকে সব
বাক্য লিখে গেল কেউ — সে এমনই
এক মেঘলা পৃথিবী যা তোমার পায়ে
পায়ে কখনও সকাল হয়নি।