রামকিশোর ভট্টাচার্য
বকুলছায়ার দিন ৷ ছায়া থেকে ছায়া ছোটে
প্রহরে প্রহরে ৷ ছোট ছোট কবিতার দল জমা হয়-
চকগুঁড়ো মাখা ৷ মন খুঁটিয়ে খুঁজে নেয় –
সীমা লঙ্ঘনের চুপকথা সব ৷ অজানা পাখির পোশাক , সবুজ সংলাপ , অঝোর আলাপের ৷
আগ্রহদ্বীপে গা মুছে বেরিয়েছে গ্রুপ ফটোরদল …
এসবই প্যাস্টেলরঙা রূপকথার হিসেব ৷
সান্ধ্যসানাই সরে যায় দূরে ৷ শিকড় উপড়ে নিলেও
পাড়াতুতো শহিদবেদিরা এখনও বুঝবে না
প্রকৃত জয়-পরাজয় থেকে বহু দূরে তারা …