সুশান্ত সেন
টুক করে সকাল টা গিলে ফেলে
মধ্য দিনের আকাশ যখন ভুরু কুচকি’য়ে তাকাল
তখন পিছন পিছন যাওয়া বন্ধ করে
ভালো মানুষের মত মুখ করে
নদীর দিকে চেয়ে থাকলাম,
যেন নদীর সাথে আমার পরিচয় অনেক দিনের।
.
তখন নদী হঠাৎ দাঁড়িয়ে পরে
ছপাৎ ছপাৎ করে মুখের ওপর কাদা জল ছিটিয়ে
চেঁচিয়ে লোকজন জড়ো করে
আমাকে দেখিয়ে বলে উঠলো –
এই লোকটি সারা দিন সারা রাত্রি
উন্নতি উন্নতি বলে ভুলিয়ে
আমার গায়ে ঘেমো হাত ধুয়ে ধুয়ে
আমাকে দূষিত করে চলেছে।
.
তখন হিমবাহ গলে আমাকে ভাসিয়ে নিয়ে গেল।