রুদ্রশংকর
প্রেমিকা সবুজ হলে আমি তার
কাছাকাছি থাকার দিনগুলো পড়তে
পারি।
হে আমার সবুজ প্রেমিকা, আমরা কি
পাখির মত বেঁচে থাকব কোনদিন?
বাস্তবে কোন দেশের মানচিত্র থাকবে
না আমাদের,
বিভেদের জন্য কোন ঈশ্বর, কোন
ধর্মীয় দল থাকবে না দরজায়।
.
হয়ত আজ তুমি জেনেছ আমাকে,
আর আমি
মহাকালের সমস্ত ব্যবহারযোগ্য
অপেক্ষা জড়ো করে জেনেছি
শরীরে ঘনসন্ধ্যা নামলে তুমিও চাও
রঙতুলির উৎসব জুড়ে
তোমার আলুপোস্ত আর ভাতের থালায়
নেমে আসুক কবির যৌনতা।
.
জানি ভালো লাগবে না, তবু বিজ্ঞান
বলেছে আমাদের কোন পুনর্জন্ম নেই,
আমরা চাইলেও কেও আমাদের
বেহেস্ত বা দোযখে যেতে বলবে না
কখনো।
এসো, আমরা সযত্নে রক্ষা করি
আগুনে পোড়ার যা কিছু চিহ্ন রয়েছে
শরীরে;
বাকিটা তোমার ব্যক্তিগত সবুজ
হৃৎপিণ্ডের খোঁজ পেয়েছে যে দুঃস্থ
কবি
তার হাসির আকাঙক্ষায় তোমাকে
ইচ্ছেমত ভালোবাসার স্বাধীনতা দিও।