সুধাংশুরঞ্জন সাহা
একেক সময় মনে হয়
মৃত্যু কি দিনে চাষি, রাতে গেরিলা?
অনিচ্ছা সত্বেও অবসরে আমি
মৃত্যুকে পান করতে পারি উষ্ণ পানিয়ের
মতো।
দাঁতে কাটতে পারি কুচিকুচি করে।
মৃত্যুকে আমি তাড়া করে নিয়ে যেতে পারি একাকিত্বের মাঠ ছাড়িয়ে।
চাঁদের মতো তাকে আমি চোখে চোখে রাখতে পারি,
যদি হাঁটতে পারি স্বপ্নের করিডোরে।
জানি, একটা ভয় আরেকটা ভয়কে গিলে খায়।
তাই মৃত্যুকে আমি ভয় পাই না,
একদমই ভয় পাই না।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
