কুন্তল দাশগুপ্ত
কুসুমের মন ভালো নেই ইদানিং।
হেরে গেছে বাবুরাম, কোবরার কিং
মেরেছে ছোবল তার সম্মুখ শিরে,
থেমে গেছে রামধুন কুসুমকে ঘিরে।
.
ভ্যাবাচাকা খেয়ে ছ্যাঁকা লাগে নির্দেশে।
ফুটন্ত সময়ের ফিল যায় ভেসে।
বনমালী ছেঁড়া ফুল-ডালাটি নামিয়ে
বাজায় র্যাপিড গান স্লোগান থামিয়ে।r
.
কুসুমের বনে ব’সে পাগলা জগাই
শ্যামাকে বুঝিয়ে বলে— কুসুমটি নাই।
কুসুম কুসুম হেঁকে লাভ নেই বুঝে
গোষ্ঠমামার চোখ মরে ধামা খুঁজে।
.
জীবনের ওঠা-পড়া না লাগাতে গায়ে
বোরোলিন লেপে দিন কুসুমের ঘা-এ।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
