কাজী লাবণ্য

ব্যর্থতা কখনও শেষরেখা নয়-

এটি কেবল পথের উপর পড়ে থাকা একটি

কালো ছায়া

যার ভেতর দিয়ে হেঁটে গেলে

নিজের আরেকটি দীপ্ত রূপ চোখে পড়ে।

.

মাঝে মাঝে ভেঙে গুড়িয়ে গেলেও

ভাঙা টুকরোগুলোই আলো প্রতিফলিত করে বেশি

ঝড়ে দুলে উঠি বাঁশপাতার মতো

তবু শিকড়ের গভীরতা অচেনা ধীরতায় ধরে রাখে।

.

পরাজয় নয়-

এটি নতুন সুরের মৃদু প্রারম্ভ

যেখানে নিজের অন্তর্গত শক্তি

ধীরে ধীরে খুলে দেয় নতুন দরজা।

.

কারণ যারা অন্ধকারে থেকেও

হাতড়াতে হাতড়াতে আলো খুঁজে পায়

তারাই জানে-

ব্যর্থতা কোনো থামার জায়গা নয়,

এটি কেবল উড়াল শেখার প্রস্তুতি।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *