প্রীতম সেনগুপ্ত
এমনও তো হতে পারে, সেই প্রাতঃকাল কিংবা বিকেল দুপুর ফিরে এল, ফিরে আসুক বারবার —
মন্থন জীবনের ধর্ম, গবাদিপশুর মতো জাবর কাটা,
যাদু বাস্তব বড় বিশ্বাসযোগ্য আমার কাছে।
কবিতার মতো, কিংবা একটা গোটা কবিতা হয়েই তুমি এসে থাক, এসেছিলে, আসবে ।
এরই মাঝে বয়স দুদ্দাড় করে বেড়ে যায়, জীববিদ্যা আমি বুঝি না, বা বুঝতে চাই না, চিরস্থায়ী হয়ে চিত্ত পুলকিত করার ঘ্রাণ আমায় আবিষ্ট করে। বড় শান্তি, ঘুম, ঘুম, ঘুম…
সোমসারের দামোদরকে পাশে রেখে নগরের পথ ধরি পায়ে হেঁটে। এমন করে মহাপুরুষেরাও হেঁটেছেন অতীতে এমন দৃষ্টান্ত বহু। তবু সেই বিস্তীর্ণ প্রান্তর, ক্ষেত, নদী, মাঠ, ঘাট প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। অথচ মৃত্যু লেখা আছে নগরের ঘোলা জলে। স্পষ্ট দেখতে পাই সেই জলে নিক্ষিপ্ত হচ্ছে আমার অস্থি উত্তরাধিকারের দ্বারা। আমার আত্মা সূক্ষ্ম শরীরে গমনরত আদি গঙ্গার ধারে সেই আশ্রমে।
তবু হাত রাখার ইচ্ছে ছিল আরও, নিমগ্ন হতে পারতাম আরও, সেসব অপূর্ণ থেকে যাবে হয়তো।
এমন করেই কবিতা তোমায় সঙ্গে নিয়ে পরজন্মের দিকে এগিয়ে যাব।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
