শ্যামাশীষ  জানা

অনিশ্চিত বেঁচে থাকার প্রেরণার স্রোতমালা-

অস্থির হয়ে ঘিরে থাকে সমগ্রজীবন

.

আমিও নরম অন্ধকার হয়ে

তোমার পাশে দাঁড়িয়ে থাকি,

যেন সাগরের পাশে নিমগ্ন

অপ্রয়োজনীয় এক গোধূলির বালুকাবেলা

.

কিছু কথা বলা যেত আরও

কিন্তু এইরূপ দূরে সরে যাওয়া

নিজ-নিজ পৃথিবী সাজিয়ে তোলা

এসবের স্বপ্ন কিংবা জিজ্ঞাসা

কোনো কিছুই ঠিক ছিল না!

.

যন্ত্রণা যখন সামনে এসে বসে

ঘুমহীন চোখে চেয়ে থাকে

তখন নতুন রাস্তা বাতলে দিতে

উঠে আসে অন্য-অন্য রাস্তারা

.

তোমার বুকে একমাত্র আমিই জাগিয়ে তুলেছি প্রেম

এরকম অলীক এক অহংকার পিঠে বয়ে নিয়ে

আজ দক্ষিণের গোপন পথ ধরে

আমি চলে যাই-

আশ্চর্য্য এক সমুদ্রস্নান নিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *