সুদীপ্তা চট্টোপাধ্যায়

কথাহীন এক ঋতু …
ধূসর থমথমে মেঘে থমকে আছে যাবতীয় আক্ষেপ
আবেশ কাটিয়ে ক্রমশ কী বন্ধ্যা হচ্ছে কলমের নিব?
অক্ষরের কাছে নামিয়ে রাখি নতজানু প্রার্থনা…
কোলাহল পেরোও, হাত রাখ সহজ আলোতে …
যে মায়াজাদু আজও মুগ্ধ করে দু’চোখ,তাকে কি ফেরাতে পারো?
.
জল,বাষ্পের শব্দেরা যে ছলনা জানে না…বলে স্থির হও …জমাট বরফের মত…
কোন কোন মোহদাগ আসলে বিগত জন্মের স্পর্শচিহ্ন …মুছে ফেলা যায় না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *