দীপঙ্কর সরকার

দুপুর রোদেও আমি রেইনকোটটা নিলাম যদি বৃষ্টি

হয় অচানক, মানে হতেও তো পারে এমন অনাসৃষ্টি

এই তো প্রথম নয়। ঠাকুরদার আমলেও হয়েছে বর্ষা

কাল নয় তবু ভর সন্ধ্যায় ঝমঝমিয়ে সে এল আর

ভিজিয়ে দিয়ে গেল সারাটা দেহ। আসলে নিম্নচাপ

তখনও ছিল এখনও উত্তরাধিকার সূত্রে বহন করে

চলেছি সেই রক্তক্ষরণ, কিছুতেই ঠেকানো গেল না।

আধুনিক প্রযুক্তিও ফেল মেরে বসে আছে।

                                                              সাবধানের

মার নেই তাই সতর্কতামূলক এই আয়োজন খুব কি

বিসদৃশ ঠেকল আমার আচরণ! নেহাতই হেঁয়ালি 

                                                                     পূর্ণ

হলে হোক স্বাধিকার ভঙ্গে বিরত থাকব না…

1 thought on “সতর্কতামূলক দু-এক পঙ্ ক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *