শক্তিপ্রসাদ ঘোষ
কঠিন নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠে
ডুয়ার্সের সকাল
ক্লান্ত অরণ্যে সোহাগ রাত
হরিণীর গভীর চোখ
শান্ত জলে প্রতিবিম্ব তির তির নাচ
কেঁপে ওঠে
চা বাগান
চিতা বাঘের থাবা
শিকার, জনজাতি রাত জেগে পাহারা দেয়
শান্ত,নিস্তব্ধ ডুয়ার্সের নিসর্গ প্রকৃতি।