আশিসরঞ্জন নাথ
ঈশ্বরকে দেখেছি বড় অসহায়। পথ হাঁটছেন ধীর লয়ে। দেখে মনে হয় তিনি খুব দুর্বল।
.
ঈশ্বরের চুল অগোছালো,এলোমেলো,তৈল হীন।
চিরুণি পড়ে নি চুলে কত কাল !
অনেক দিন হয় সেলুনে যাওয়া হয় নি।
চোখ দুটি কোটরাগত। অস্থি চর্ম সার সারা শরীর। ঈশ্বরকে দেখে হতভাগ্য মনে হলো।
.
পথ হাঁটছেন খুব ধীরে,সাবধানে। শরীর এতটাই দুর্বল যে জোরে পা চালালে পড়ে যেতে পারেন।
খুব মায়া হয় ঈশ্বরের এই অবস্থা দেখে।
খুব সুন্দর লেখা