পার্থ প্রতিম পাঁজা 

আমাদের সুখগুচ্ছ শোকগুচ্ছের সাথে 

আলাপ করে : স্বরে-ব্যঞ্জনে কথা হয়  

সুখগুলো পৌনঃপুনিকতায় শোক হয়ে ওঠে

সুখগুলো অভ্যাসবশত সুখ হয়ে যায় ;
সুখেরা শোকেদের সঙ্গেই ঘর করে,
আমরা তাদের আলাদা করে নাম দিই

ডাকি — সংস্পর্শে বিচলিত হই ;
 সুখ আর শোকেরা আসলে 

শুধু প্রতিবেশী নয়, সহোদর ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *