কনক মণ্ডল
শস্য ফলে থাকে,
মাঠে মাঠে তারাদের ভিড়।
সানাই ফুলের পরে
শীত নেমে আসে।
.
পৃথিবী এখানে আরও
.
নিচু হয়ে ঝুঁকে থাকে
হোগলা বনে খাগড়া বনে।
.
হোগলার পাটি বুনছে কে?
.
রুখসানার বিয়ে হয়ে গেছে
কথা হবে কথা হবে একদিন।
শব্দ তেমন আসছে না
ম্লান চোখ নাচে।
.
মাটির কুহকে জলবিন্দু,
ক্ষুদ্র ক্ষুদ্র গুহা।
পিঁপড়েদের কে দেখিয়ে দিল
সুড়ঙ্গের পথ?
.
জল অগভীরে আছে
বয়ে যায় কুহেলিকা।
পৃথিবীর পাঠ শেষ হলে
আমার হোগলা পাটির
মা ডাকে, ‘ভাত খেয়ে যা।’