অনিরুদ্ধ চক্রবর্তী
শীতকালীন যুদ্ধ দুয়ারে
কফিন থেকে উঠে আসছে বর্ম
আত্মগোপনকারী নকশালের মতো
দুঃসাহসী সোয়েটার
.
জ্যাকেটের জেনারেশন তাকে মান্ধাতা বলে
এর বেশি কিছু বোঝে না
.
দুর্বিনীত শীত মাঘের কত লড়াই হেরে গেছে
সোয়েটারের কাছে
.
মধ্যরাতের কনকনে হিম একমাত্র জানে
মায়ের হাতের আদরের পাক
উলের কাঁটায় জয়তু মন্ত্র বুনে দিত
.
বেয়াড়া উত্তুরে হাওয়া শুধুমাত্র জানে
বোতামে বোতামে লেগে আছে
মায়ের আয়ুষ্মান স্নেহ চুম্বন
.
জ্যাকেটের জেনারেশন তাকে মান্ধাতা বলে
এর বেশি কিছু জানেও না ।