সুমিতা মুখোপাধ্যায়
আগের মতো আর কেউ দাঁড়ায় না একই রেখায়,
দানা বাধেঁ সমুদ্রে –
অসহায় ছায়াচ্ছন্ন সভ্যতার সূর্য।
দীর্ঘ পথ হৃৎপিন্ডের রক্তের যৌতুক।
সারাদিনরাত হাওয়ার ঝড়ে
সাগর দোলে
নির্বাক জলতিমিরে জড়িয়ে যায় স্মৃতি
মেঘের চলমানে।
সাগরের ঘুর্ণি ঝরে হাড় চামড়ায় গুঁজে দেয় কালি।
হাহাকারের নিঃশ্বাস
স্মৃতি বয়ে নিয়ে যায়
ইতিহাসের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
আজ ও বুঝি রক্ত ঝড়ে বৃষ্টির ফোটায়।
পায়ে ফোটে কাঁটা।
বিকলাঙ্গ ,পক্ষাঘাত, নপুংসক বিকৃত মানুষ জয়ধ্বনি করো ছবির উল্লাসে।
নিথর পাহাড় গৈরিক সন্নাসে
বলে ওঠে আমায় পোড়ার গন্ধে
দাঁড়াও কিংবা ফেরো কিংবা আঙ্গুল তোলো কিংবা মুখোস টেনে ছিড়ে ফেলো রক্ত মাখা চাদরে।
মৃত্যুরে আমি জন্ম দি,নবজন্ম কাঁপে থরোথরো।
উল্লাসে উড়ে যায় উন্মদ ঘুড়ি মেঘের কাঁটাতারে –
জয়ধ্বনি করো মিথ্যার উল্যাসে।
যেদিকেই যাও আমিই ভবিষ্যৎ।
জীবনের জয় হবে, জানি।।