তীর্থঙ্কর সুমিত
তুমি বদলাবে বলেছিলে,
বদলেছো।
কথার ভিড়ে যে জমানো পাহাড়টা
এখনও তাকিয়ে আছে
.
ইতিবৃত্ত জুড়ে তার শুধুই জেগে থাকা।
পর্দা টাঙানো অচলায়তন ঘরে
এখন রক্তকরবী ফোটে।
.
ভালো থেকো দৈনিক ইচ্ছের সাঁঝবাতি।
তীর্থঙ্কর সুমিত
তুমি বদলাবে বলেছিলে,
বদলেছো।
কথার ভিড়ে যে জমানো পাহাড়টা
এখনও তাকিয়ে আছে
.
ইতিবৃত্ত জুড়ে তার শুধুই জেগে থাকা।
পর্দা টাঙানো অচলায়তন ঘরে
এখন রক্তকরবী ফোটে।
.
ভালো থেকো দৈনিক ইচ্ছের সাঁঝবাতি।