লোকনাথ ভান্ডারী
আজ নিজেকে খুঁজে পেয়েছি –
কোথায় দাঁড়িয়ে তখনও স্পষ্ট নয় |
পায়ের নিচে আগুন জ্বেলে বুঝলাম
সাজানো চিতার উপরে নয় |
গোলাবারুদ মেখে অপেক্ষা করলাম –
পুড়লাম না অর্থাৎ ইউক্রেন রাশিয়াতেও নয় |
ধানের জমি ও সবুজ মাঠ আর নেই
তাই সেখানে থাকার সম্ভাবনা রইল না |
পড়ে থাকলো শুধুমাত্র দুটি জায়গা –
একটি মাক্সবাদের ডায়রী অন্যটি গান্ধীর আঙিনা |
ঠিক তখনই আমার উপরে ঝড়ে পড়ল রক্ত –
রক্তের প্ৰতিটি কনায় লেখা –
গান্ধীর আঙিনায় বসে –
লেনিন কার্লমাক্সের ডায়রী পড়া দরকার |