সুদীপ্তা চট্টোপাধ্যায়
শুনশান রাতের বাতাসে
কান পেতে এক স্তব্ধ সভ্যতা
.
সবুজ অরণ্যে মিটমিটে জোনাকে
শুয়ে মরচে ধরা অলস রেলট্র্যাক
কোলাহল তুলে শেষ ট্রেন
কবে এবং কোথায় চলে গেল
সে’সব আর কারও মনে পরে না
.
শুধু বেনামী গুল্ম মারিয়ে
আজ হেঁটে যায় নির্ভিক হাতির দল
কেউ কাটা পড়ে না।