সুদেষ্ণা মৈত্র
উড়ানের স্কন্ধে রোজ শীত জন্ম লয়
এ শৈত্য বাষ্প নহে, ক্ষুধিত হৃদয়
নিত্যকার মগ্নচোখে সরল সন্তানে
হাঁ-দুপুর শিখাইয়াছে অর্গল মানে
ঘর মানে গৃহ মানে
স্নেহধর্ম মানে
অতঃপর কান্না-ভাঁজ জমানো সমানে।
একদা উড়ানধর্ম আসিয়া সকাশে
চুম্বনবিদ্ধ করি কহে প্রতিমাকে
দূর চোখে তারা যথা মুক্তিস্বরূপা
তুমি উহা ছুঁতে গেলে শান্ত করো জিহ্বা।
আঙুলে শিশির লাগি ভ্রান্ত করো শীতে
তুমি বা কুয়াশা রোজ গিলিয়া নিজেকে
উন্মুক্ত ডানা যোগে ভাঙি সিক্ত দ্বার
ছোঁও নিঃস্ব, ব্রহ্ম ছোঁও, শূন্য- পারাপার।