বিজনকুমার সেনগুপ্ত
যদি অনেক বছর পর আবার আসি কোন এক শিশির ভেজা কুয়াশার রহস্যের মত, শুধুই উদাসী হয়ে ধান মাঠে আলে দুপুরে শীতের নির্জন নিভৃত নবান্ন দেশে ।
চলাচল স্বাভাবিক পথে বিকেলের রোদ ঢুকছে হয়তো নির্জন একান্তে কোন বটের তলাতে।
বিকেলের বিষন্ন এক শঙ্খচিল হয়তো সেও আমার কবিতার সাজে সন্ধে ফিরে যাবে।
যদি মানস আমার দিগন্তে ইলোরার গায়ে কোন সুন্দরী ভেবে কোন আল পথে চলে,
তবে চলবে আমার আমি ফিরে ফিরে আসতে বলাকার বেশে খুব নিভৃতে ।