অমিতাভ সরকার
সময়টা শুধু শুধু গেল। কোনো
কাজ হলো না যে জন্য বসেছিলাম,
ভেবেছিলাম হয়ে যাবে, আসলে ভাবা
আর হওয়া দুটো সম্পূর্ণ আলাদা।
.
কিছু করার থাকে না, আগে থেকে
বোঝারও উপায় নেই। অপেক্ষাও
করতে হয়, ধৈর্য্যও রাখতে হয়, আবার
বিরক্ত হলেও সেটা নিজের মধ্যেই
রাখতে হয়।
.
জীবনের কারণগুলো অবশ্যই সবই
প্রাসঙ্গিক, কিন্তু তা নিয়ে বেশি লেবু
কচলালে বর্তমান অমনি তার অতীত
ঐতিহ্যকে টেনে হাজির করবে, এতে
তার ভবিষ্যৎ অগ্রগতির সম্ভাবনা
সময়ের আরও দূরগামী হবে, রাগ
মাথায় উঠবে, গালির ফোয়ারা ছুটবে,
গরমের পরিবেশ অস্বস্তির গরমে
আরও দুঃসহ হয়ে উঠবে।
অনেক সময়, চরমে উঠেও তাই
চাপমুক্ত থাকার আরেক নামই জীবন।
.
এখানে যে কতকিছু বোঝার
থেকে যায়, ঠাণ্ডা মাথায় না বুঝলে
বোঝাগুলো সত্যিই বোঝা যায় না।
.
সময় নিজের মতো চলে। তার তো আর
কোনোদিকে পিছুটান নেই। থাকলে
সত্যিই খুব ভালো হতো।