অনীক রুদ্র
হালকা ফাঁসের মধ্যে আটকানো আছে যাবতীয়
সম্পর্কের সুতো
একদিকে সুখানুভূতি, অন্যত্র বিষাদ বা লোকদেখানো
উৎসবের ঘনঘটা। তবুও তো মায়াময়, দয়াময়ী এই
অগস্ত্যযাত্রা
অবিশ্বাস্য ও অনপনেয় সীমান্ত দুর্বোধ্য প্রাচীর বা
নখরাঘাত
অস্তিত্ববিহীন পথ, দানপাত্রে ভরে রাখা ফুল, নাগরিক ভুল
নদী বিধৌত এই আবাদভূমি, ক্ষয়িষ্ণু পাহাড় -টিলা
আর অনাহারক্লিষ্ট গাছদের বিলীয়মান ছায়া
ভালো পাহাড়
তোমাকে প্রণয় জানাতে আসিনি, জানি না
তোমারো কি প্রতিদান আছে
অপ্রাপ্তি কিছুই নেই। শুধু অল্প উদাসীন নিষ্ঠুরতা
আছে। সেইসব অন্য কোন মরমিয়া
প্রেমিকেরও নয়