সেলিম মণ্ডল 

তোমার ভিতর থাকা মাছটিকে কোনোভাবেই ধরতে পারছ না

একের পর এক ছিপ ফেলছ, জাল ফেলছ

কিছুতেই কিছু  হচ্ছে না

.

যেন বৃহৎ এক পুকুর নিজের ভিতর নিয়ে আছ

আর আমি মাছটিকে খাব বলে— তোমাকে উসকানি দিচ্ছি

উনুন অবধি এগিয়ে দিচ্ছি দেশলাই

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *