লায়েক মইনুল হক

মা, তুমি তো বলেছিলে, আমার কাজের কথা

পালাবদলের কথা, ভালো সময়ের কথা 

আজও অন্ধকারে দাঁড়িয়ে আছি আমি 

এই বয়সে এখনো চেষ্টা করছি আলোর কাছে যাবার

.

মা, এই সময়টা আমার জীবনের শেষ সময়

তারপর কি হবে আমি নিজেই জানি না

.

মা, তোমার আকাশ ভর্তি তারা

আলোয় আলোকিত তোমার দেহ

চাঁদ খেলা করে তোমার সাথে

ঈশ্বরের দরজায় দাঁড়িয়ে আছো তুমি

.

মা, আমি আছি এখনও অন্ধকার ঘরে

আমার আকাশে সূর্য-চন্দ্র যায় না দেখা

জ্বলে না একটিও তারা

তবু আমার বিশ্বাস, তুমি আছো বলেই

আমি অন্ধকার থেকে বেরিয়ে আসবই

.

উঠবে নতুন সূর্য, জ্বলবে নতুন তারা 

আলোয় ভরে উঠবে আমার ঘর

তারার সাথে হাসবে আমার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *