তীর্থঙ্কর সুমিত
নিজে ভাঙতে ভাঙতে
যখন দেখি সামনে সমুদ্রাবলী
উল্টোদিকে সবুজ ঘাসে পরিবর্তনের ঢেউ
লোক সংস্কৃতি শুধুই সংস্কৃতির বিবর্তন
যেমনভাবে পৃথিবীতে আসা…
তার হাত ধরে বেঁচে থাকার লড়াই
আর বদলে যাওয়া মুখে
কখনো কখনো রঙের কারুকার্য
এমনভাবেই গোটা শহর জুড়ে
আগামীর হাসি লেগে থাকা
এক মনোময় পৃথিবী…