পলাশ গঙ্গোপাধ্যায়
অনিশ্চিত বলে তো কিছু হয়না
গন্তব্য সেও জ্বলে ওঠে বারুদের আগে
মাতাল-দুশ্চরিত্র-অভিশপ্ত জীবন
বাড়ির দিকেই ফিরতে চায়
বুনোঘাষ মাটি চিনে চিনে বড়ো হয়ে ওঠে
ফসলের পাশে
অনিশ্চিত বলে কিছু হয়না
পৃথিবী থেকে সূর্য যোজন যোজন দূর
তবু নিম্নচাপের পর রোদ এসে ছুঁয়ে যায় ত্বক
সজল হয়ে জ্যোৎস্না মেখে নেয় আর্তজন