মনোজ অধিকারী

অপেক্ষায় ছিলাম তা পুরোপুরি নয়

দাঁড়িয়ে ছিলাম, যেভাবে ফুটপাতে শুয়ে

থাকা মানুষের পাশে অন্ধকার দাঁড়ায়

.

ঠিক তেমনটাও নয়, কবিতা লিখতে

বসলে যেরকম অনুভূতি হয় পাশে দাঁড়িয়ে

আছো অনন্ত স্পর্শ নিয়ে

.

যেভাবে দাঁড়িয়ে গাছ, তার নিজস্ব ছায়ায়।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *