কাজী লাবণ্য
ঘুম ভাঙতেই দেখি আকাশ নেমে এসেছে জানালার পাশে
মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি-
সেই অপার্থিব দীপ্যমান আলোর দিকে
সমুদ্র গুল্ম মাথায় নিয়ে
দেবশিশুর খোলসে প্লাটিনাম
.
আলোক বর্ষ প্রতীক্ষায় ছিলাম
কাউকে বলিনি, নিজেকেও না
লালন করেছি তোমায়,
অচেনা শিহরনের প্রতিটি শিরা উপশিরায়
.
প্রেম এতো গহীন আর দুর্নিবার হতে পারে,
কাছে না এলে প্রতীতি
জন্মাবে না তোমার
.
দূর পথিক, এ কোন স্বপ্ন মায়া! নাকি,
অলীক আলো-ছায়া !
.
যে অপরাধে সেইন্ট বন্দিত্ব বরণ করেছিল,
সেই কারনে প্রতিটি পৃথিবীবাসীও বন্দী
.
ব্লাক প্লাটিনাম,
এসো বরণ করি বন্দিত্ব
অপরাধী হই ভ্যালেনটাইন অপরাধে।