বেবী সাউ
তোমাকে দেখিনি আমি, কত রাত ঝড়-জলে গেল
এদিকে বৃষ্টির দিনে বাঁশি বাজে দিগন্তরেখায়
ডাকে ? ভাবি কতদিন কেন সে ডাকে না…
আমার অসুখ সেই
যে জীবন যায় খড়কুটোটির মতো…
লুকিয়ে থেকেছি তার পাশে গান, আত্মহত্যা হয়ে…
২.
তাহাকে দেখিনি আমি, হয়তো দেখেছি আজ যাকে
এখন বৃষ্টির দিনে, তার পাশে শুয়ে থাকি…
যে তুমি আমার গান, যে তুমি আমার প্রার্থনাটুকু
তোমাকে নিবিড় ভেবে বহুজন্ম কবিতার মায়া
আমি তার ভেঙে ফেলা কাটাছেঁড়া শব্দ,
পদাবলি ভেবে বিরহী কবি সে যতনে সাজায়