কার্ত্তিক পোদ্দার
বিন্দু থেকে তোমার আমার যাত্রা হলো শুরু ,
তার আয়তন আজও একই আছে,
আমার গমনের পরিসর বেড়েছে বিস্তর…
তবু আমি চিরঋণী সেই বিন্দুর কাছে।
বিন্দু জুড়ে সরল রেখা,দীর্ঘ থেকে দীর্ঘ,
বক্র কিংবা সোজা সবই, বিন্দু দিয়েই আঁকা,
হাজার মানুষ হেঁটে চলে,আপন পথের খোঁজে,
চলার পথের বাঁকে বাঁকে,স্মৃতির ভাগ্য রেখা ।
বিন্দু-বিন্দু শিশির কণায় নিশীথ করে স্নান,
ঘাসের ডগায় মুক্ত সম জলের বিন্দু হাসে,
অম্বু-জন্ম বিন্দু সেও প্লাবন রূপের সাজ…
হাজার বিন্দু জলের-কণায়, গাঁ গঞ্জ সব ভাসে।
বিন্দু-বিন্দু অশ্রু ধারা, কাজল রঙে ঢাকে…
চিত্র-করের নিপুণ তুলি বিন্দুর সমাহারে
কত-শত মা’র শূণ্য বুকের, খোঁজ কজনইবা রাখে,
পূর্ণ্যতা পায় দক্ষ আঁচড়, সুভ ক্ষনের বাহারে ।
বিন্দু থেকেই যাত্রা শুরু, বিন্দুতেই শেষ..
শেষ যাত্রায় সবাই মোরা, ধরি শব’র বেশ।