এদেশে অধ্যাপনা করতে এসেছেন ইয়েটস্ সাহেব। কিছু কিছু বাংলাও শিখেছেন। তাঁর ধারণা বেশ ভালো বাংলা জানেন। এই নিয়ে গর্ব করেন। একদিন কবি মদনমোহন তর্কালঙ্কারকে তিনি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেন,

‘আপনি কোথায় বাংলা শিখেছেন ?’

মদনমোহন উত্তর দিলেন,

‘বিলেতে।’

.

.

শীতকালে দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত একটি সভায় গেছেন, গায়ে পাতলা চাদর। একজন জিজ্ঞেস করল,

‘এই পাতলা চাদরে এত শীত কাটে ?’

দাদাঠাকুর ট্যাঁক থেকে একটি পয়সা বার করে বললেন,

‘পয়সার গরম।’

.

.

বিদ্যাসাগরের কাছে একবার একজন পন্ডিত একটি স্কুল পাঠ্য ব্যাকরণ বই নিয়ে আসেন। বিদ্যাসাগর যদি প্রশংসা করেন তো বইখানি স্কুলে চালাতে বেশ সহজ হবে। কয়েকদিন পর জনৈক ব্যক্তি এসে পন্ডিতকে জানালেন,

‘জানেন, বিদ্যাসাগর আপনার লেখার উপর কলম চালিয়েছেন ?’

পন্ডিত রাগে গরগর করতে করতে জবাব দিলেন,

‘বটে, আমি তাঁর লেখার ওপর কোদাল চালাব।’

.

.

একবার এক চাকুরীপ্রার্থী অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হকের কাছে এলো চাকরির জন্য। ফজলুল হক তাকে জিজ্ঞেস করলেন, ‘কতদূর লেখাপড়া করছো ?’

লোকটি উত্তর দিল, ‘আজ্ঞে ভালোভাবে বি এ পাস করেছি।’

হক সাহেব বললেন, ‘ওই তো সর্বনাশ করছো। লেখাপড়া কিছু না করতা যদি তবে তোমারে একটা মন্ত্রী কইরা দিতে পারতাম।’ প্রতিভাস ম্যাগাজিন

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *