শম্পা সামন্ত
কিতাবের লেফাফায় ওঠে ঘ্রাণ
নিগূড় হলুদ পাতায়
রসহীন, রঙহীন বন্ধুত্বের আঙিনায়।
চিরায়ত অঘটন ঘটে যায়।
শম্বুক ব্যথায় গুটিয়ে যায় কামিনীকাঞ্চন মন।
মন চায় ফুটতে বিধগ্ধ আগুনে।
কোথায় পাবে! সম্যক অগ্নি! সম্যক গতি কই?
তাকে নতজানু প্রবেশ শেখায় কে?
.
উড়ন্ত সীগালের মুখে লেপা থাকে প্রেমের বিষাদ।
জলের ঢেউ, উন্মুখ চুমোর আদর।
তবুও তো তৃষ্ণা মেটেনা তার!
কাঙ্ক্ষিত রসায়ন খুঁজে খুঁটে খায় সমৃদ্ধ সোহাগ।
.
বেনু বেজে ওঠে প্রত্যুষে, ভোরের ভৈরবী।
বেহাগের মধুপাখি গেয়ে ওঠে।
তোমাকে বিদায় দেবার ডালি সাজাই।
প্রাক মুহূর্তে ঋদ্ধ আলিঙ্গন।