নমিতা বসু
একটা বিশাল ঝড়,
কয়েক ফোঁটা বৃষ্টি দিয়ে হিসেব মেলাতে হলো।
.
নিবারন কাকার সন্ন্যাস নেওয়ার ব্যাপারটা
প্রায় সবার মুখে মুখে।
.
ওতে কী এসে যায়!
.
পরিত্যক্ত জল বৃষ্টির অস্তিত্ব থেকে বেরিয়ে মহাশূন্যে ভাসছে।
সেখানে সন্ন্যাস ও যা স্ববিন্যাস ও তা,
.
ঝড় টা থামলো,
.
নিবারন কাকা ফিরে এলো,
.
মৌনতা ভাঙলো
.
পৃথিবী আবার কথা বললো।