শুভাশিস বন্দ্যোপাধ্যায়
যতটা শূন্য আঁকড় কেটেছে,
তার চেয়ে পরাৎপর আছে কিছু
শরণ্য সঞ্চয়?
তারও বেশি পাপ,
এ জীবনে ভূমিলগ্ন থাক সাষ্টাঙ্গ প্রণতি
আধারের বিহিত আধার
পূজা নয়, দৃষ্টি নয় শুধু সমর্পণ-
ভব্য পরিধি শেষে কূল ছেড়ে এসে মাঝনদীতে
যা তোমার কণামাত্র অধিকার রাখি না ভুলেও।
মাঝি, অমরত্বের শিলাময় ধাতুময়ী অস্তিত্ব
আমার কাম্য সাধ্য নয়।
কী বা সাধ কে বা সাধ্য ছিল?
কে ছিল সাধন সহায়?
আজ বুঝি রাজার উত্তরী
ভুলেছো গত মোহিনী রূপ,
গতস্য শোচনা নাস্তি যদি বা গোপন সম্পদে?
শিলাময়ী অস্তিত্ব বঞ্চনা আমার সাধ্য নয়
এ পৃথিবীর মানুষি বিচারে
চেয়েছি দুর্বল অধিকারে।
ভগবান, তুমি বড় একা-
সাধ্য যত, তত কাম্য নও-
কল্পান্তে ভাবিকাল যখন তাকাবে
আবার গোপন হবে তোমার পূর্ণতা,
সেইকালে ফিরে এসো মানুষীলীলায়;
শেষ হলে ধূলোর বাসর
জানি প্রিয়, বারবার ভোলায় প্রণতি।