বিকাশ ভট্টাচার্য
পুড়ে গেছিল সেই কবে হাতের আঙুল
যত না দগ্ধেছিল তার চে’ অধিক
জ্বলছিল বুকের অলিন্দমহল
জ্বলন আজও যায়নি
.
লেগে আছে আগুনের দাগ অদ্যাবধি
খরোষ্ঠী কাল গেছে
মরিচা অন্ধকারে ঢেকে গেছে ব্রাহ্মীলিপি
জ্বলন কমেনি। দাগও মোছেনি
.
আমি হাত চুবিয়ে বসে থাকি বিশ্বাসের জলে
একদিন জ্বলন নিভে গেলে
আমি পোড়া দাগের আঙুলে ফের
রং তুলি ধরবো
আর আঁকতে থাকবো শ্রাধণের ধারার মতো
বৃষ্টিপাত
আর জানলায় দাঁড়িয়ে দেখবে আমাদের মা।