মণিকা চক্রবর্তী
তোমার চোখের গভীরে, অন্যজনের ঠোঁট
তোমার ঠোঁটের মধুর আবেশে,অন্যজনের চোখ
ডুবছি,ভাসছি — ভাসছি , ডুবছি।
তোমার অ্যালবামের শরীরে, হারিয়েছি পাখা
তবু কী রয়ে গেছি , কোথাও –কখনও-গোপন
আজ নিজস্ব খুপরির ভিতর ,বড় একা কঠিন
ফুঁসে ওঠা, অভিমান,আলোড়ন।
পাথর সময়গুলো– একাকী শীতল
স্বপ্নহীন চোখে ভাসে জীবনের ছাই
তোমার চোখে জাদুকরী অভিনয়
তাকাতে পারি না, চোখ সরাই।
আমার সাজানো ঘর আজ,আধপোড়া ইতিহাস
অনাদরে মরে যাওয়া কিছু চুপকথা
তোমাদের ম্যাজিক রাতে, গোপনে চুপচাপ
কিছু দীর্ঘশ্বাস , কিছু ঝরা পাতা।